
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিতাস থানা সূত্রে জানা যায়,থানার এস আই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ২১ ফেব্রুয়ারী বুধবার রাতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকা থেকে বাতাকান্দি বাজারের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন-কাউছার মিয়া (২১) ও শাওন রানা (২৮)। গ্রেপ্তারকৃত আসামি রানার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলাসহ ডাকাতির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।