
মোঃ আল-আমীন ভূইয়া, ক্রাইম রিপোর্টার : “অসহায় মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূর হাকিম, মহাসচিব, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এবং সম্পাদক ও প্রকাশক, দৈনিক সকালের সময়। তিনি বলেন, মানবাধিকার রক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ, উপদেষ্টা, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলা ও সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা-১৯ (গণ অধিকার পরিষদ)। তিনি বলেন, মানবিক সমাজ বিনির্মাণে এমন উদ্যোগ প্রশংসনীয় এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, সম্পাদক, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আবুল হোসেন মীর, সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলাম আশুলিয়া থানা শাখা; মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া; মুফতি সোলাইমান আহমদ আজাদী, যুগ্ম আহ্বায়ক, নাগরিক পার্টি (এনসিপি) আশুলিয়া থানা এবং সভাপতি, ইসলামী আন্দোলন আশুলিয়া থানা শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম নীরব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মাসুদ রানা ভূঁইয়া, মেম্বার পদপ্রার্থী, ১নং ওয়ার্ড, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হালিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলা।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।