
আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযান চালিয়ে শিহাব হোসেন (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকার বাঁশঝাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে গোমাইল বাংলাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।
গ্রেপ্তারকৃত শিহাব হোসেন গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। তিনি উক্ত হত্যা মামলার পলাতক আসামি এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে বিকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।