
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে এবং ঝরে পড়া রোধে বিশেষ শিক্ষা উপকরণ স্কুল সোয়েটার বিতরণ করেছে স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাই।
শনিবার (১০ জানুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদের শিক্ষা কার্যক্রম গতিশীল করতে ধামরাইয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষে আমাদের এই ক্ষুদ্র উপহার। স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাই সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা জানায়, নতুন সোয়েটার পেয়ে তারা অনেক খুশি এবং এটি তাদের নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করবে। অভিভাবকরাও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই (SAD) আ্যলমনাই এর সাধারণ সম্পাদক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (উপায়) এর এসিস্টেন্ট ডিরেক্টর মামুন রেজা খান, সংগঠনের কোষাধ্যক্ষ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফ উদ্দিন, সংগঠনের পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এসিস্টেন্ট ডিরেক্টর (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন) মো. ওয়াহিদুজ্জামান, ধামরাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।