
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুর ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম- রিপন হোসেন (১৮)। তিনি সাটুরিয়া উপজেলার পারাগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে এবং দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন হোসেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন ‘রাজ হোটেল’ থেকে রাতের খাবার খেয়ে একটি প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে জাগীর সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে আরিচাগামী আরেকটি প্রাইভেটকারের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেটকারটির চালক মো. শাহীন গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চালক শাহীন সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ীর বাসিন্দা আলাউদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।