
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সীমান্তবর্তী চরাঞ্চলের শীতার্ত, দরিদ্র ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি।
শনিবার সকাল ১০টায় সীমান্তবর্তী পাখিউড়ার চর, উত্তর ধলডাঙ্গা, দই খাওয়ারচর, মাদারগঞ্জ এবং ময়দান চর এলাকার ৭ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম-২২ বিজিবির পক্ষ থেকে প্রতিবন্ধি, দুস্থ-অসহায় দেড় হাজার নারী-পুুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক, সহকারী পরিচালক মো. মতিউর রহমান, বিভিন্ন বিওপি ক্যাম্প কমান্ডারসহ বিজিবি সদস্যগণ।
কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, বিজিবি সীমান্ত পাহাড়ার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।