প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৪:৩২ পি.এম
কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সন্দরবনে ঘোলের খাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ উদ্ধার করেছে কোষ্ট গার্ড (১৩জানুয়ারি) সকালে কোষ্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মোনতাসির ইবনে মহাসিন এ তথ্য জানান।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে কোষ্ট গার্ড ষ্টেশন কাগাদোবেকি কতৃক খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
এসময় হরিণ শিকারিরা কোষ্ট গার্ডের উপস্তিতি টপর পেয়ে যাওয়ায় কাওকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের মাংস এবং ফাঁদ পরবতি আইনানুগ ব্যাবস্হা গ্রহণের জন্য কাগাদোনেকি ফরেষ্ট টহল ফাড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।