প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৫:০০ পি.এম
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কান্দরিয়া খালের উপর নির্মাধীণ স্লুইসগেট নির্মাণ কাজে চাঁদা দাবির ঘটনায় চাঁদাবাজ, সন্ত্রাস ও ছিনতাইসহ ১০ এর অধিক চাঞ্চল্যকর মামলার পলাতক আসামী মো. সোহেল প্রকাশ ট্যাটো সোহেল (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ীতে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত মো. সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, স্লুইসগেইট নির্মাণ কাজ শুরু করার পর থেকে গ্রেপ্তারকৃত মো. সোহেল এবং তার দলবল ঘটনাস্থলে এসে ২৫লাখ টাকা এবং ১টি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং নিয়োজিত শ্রমিকদের মারধর করে। এরই পেক্ষিতে দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮) এবং মো. হাছান (২৪)সহ অজ্ঞাত আরও ২জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।