
ঢাকা : রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মামুন বেপারী (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। বাবার নাম মো. ইদ্রিস। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই আব্দুল মোতালেব জানান, নির্মাণাধীন ভবনটির ঠিকাদার ছিলেন মামুন। সন্ধ্যায় কাজ দেখার জন্য ৮ম তলায় উঠেন তিনি। ভবনটির নিচতলা থেকে রুপস দিয়ে মালামাল তুলছিলেন শ্রমিকরা। তবে তিনি হাত দিয়ে সেই রুপস টান দিয়ে ভবনের ভেতরে নেওয়ার সময় নিচে পড়ে যান। পরে দেখতে পেয়ে শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।