
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা প্রেসক্লাবে গতকাল সোমবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংবাদ পরিবেশনের পূর্বে সত্যতা যাচাই করার উপর গুরুত্ব দেন এবং এটিকে পেশাদারিত্বের অন্যতম অংশ হিসেবে উল্লেখ করেন। জেলা প্রশাসক বলেন, প্রেসক্লাব ও প্রশাসনের মধ্যে ইতোমধ্যেই সম্পর্ক গড়ে উঠেছে এবং এখানকার সাংবাদিকরা ভালো সংবাদ পরিবেশন করছে। তিনি বলেন, সংবাদ পরিবেশনের আগে সত্যটা যাচাই করে নেবেন, এটা পেশাদারিত্বেরই অংশ।
প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের আমন্ত্রণে প্রথমবারের মতো প্রেসক্লাব পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। তিনি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরির জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় যোগদানের পর দুইটি বড় চ্যালেঞ্জ দেখেছেন মাথাভাঙ্গা নদীর অবৈধ দখল ও দুষণ এবং সীমান্তবর্তী হওয়ায় মাদকের প্রবেশ ও মাদকাসক্তি বৃদ্ধি। এছাড়া তিনি তামাক চাষকে মাদক ব্যবহারের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন এবং অভিভাবকদের প্রতি সন্ধ্যার পর সন্তানদের বাইরে না যাওয়ার অনুরোধ জানান।
মাথাভাঙ্গা নদীকে দুষণমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক জানান, সরকারি কিছু অফিস ও পৌরসভার পয়ঃনিষ্কাষণ ও পানি প্রবাহনের লাইনের কারণে নদীতে দুষণ হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৌরসভা কাজ শুরু করেছে।
প্রতিষ্ঠিত এক শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত বই চাপ থেকে রক্ষা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। তিনি বলেন,মানুষ গড়ে তোলার কারখানা হলো শিক্ষা প্রতিষ্ঠান; এর সুষ্ঠু কার্যক্রমে সকলের নজর দেওয়া জরুরি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এবারের নির্বাচনে নতুন মাত্রা যুক্ত হয়েছে; জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হবে এবং এতে পোস্টাল ভোটও রয়েছে। বিগত কিছু বিতর্কের পর দেশবাসী ও আন্তর্জাতিক অংশীদাররা নির্বাচন প্রক্রিয়ার দিকে নজর রাখছে। এবারের নির্বাচন হওয়া উচিত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু; যেন ভবিষ্যৎ প্রজন্ম এটিকে মডেল হিসেবে নিতে পারে। এছাড়া তিনি নির্বাচনের বিষয়ে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ নিজের কাছে না আসায় সন্তুষ্টি প্রকাশ করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ ও সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।