
টাঙ্গাইল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সার্বিক মনিটরিং সেল ও জেলা ভিত্তিক টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

গত ২২ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সকল জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই টিমগুলো বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও সার্বিক মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার সকল সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ও মনিটরিং সেলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক ও ঢাকা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমেন মিয়াকে।
এই মনিটরিং টিমে আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোবারক হোসেন মিতুল এবং আমান উল্লাহ।
দায়িত্ব প্রসঙ্গে মনিটরিং সেলের নেতৃবৃন্দ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। টাঙ্গাইল জেলার সবগুলো আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো—ইনশাআল্লাহ।