
মোঃ শফিকুল ইসলাম। গৌরনদী,(প্রতিনিধি)
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩৩০ ঘটিকায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ডে, তল্লাশি চলাকালীন সময়ে কৌশিক (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে ১৪ কেজি গাঁজা সহ আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, এই চক্র দীর্ঘদিন যাবত ঢাকা-কুয়াকাটা রুটে মাদক পাচার করে আসছে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের জন্য গৌরনদী পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে