
মোঃ আল-আমীন ভূইয়া, ক্রাইম রিপোর্টার : ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ইউনিক বাস স্ট্যান্ড থেকে ধলপুর পর্যন্ত এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আশুলিয়া থানার ১নং সহ-সভাপতি মোঃ বকুল ভূঁইয়া, তাঁতী দল ইয়ারপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ আফসার সরদার এবং সভাপতি হাজী আমজাদ হোসেন মোল্লা।
এছাড়াও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনা মিয়া ও আশুলিয়া থানা যুবদলের নেতা মোঃ মামুন মীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রচারণা চলাকালে এলাকার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।