
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন ইতালি ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত বিশপ কেভিন র্যান্ডাল। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গৌরনদী ক্যাথলিক চার্চে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন এবং ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার বরুণ গোমেজ।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত বিশপ কেভিন র্যান্ডাল চার্চের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি চার্চের ইতিহাস সম্পর্কে অবহিত হন এবং ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বিশপ কেভিন র্যান্ডাল ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূতের এই সফর সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে।
ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ ইমানুয়েল রোজারিও, মেজর জেনারেল (অব.) জন রোজারীও, গৌরনদী ক্যাথলিক চার্চের প্যারিস কাউন্সিলের সদস্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের নির্বাহী পরিচালক ফ্রান্সিস বেপারী।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।