
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের থেমে নেই। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দাঁতভাঙা জবাব দেব ব্যালটের মাধ্যমে। ভোট নাগরিকের অধিকার, ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ভোটের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
ঢাকা -২০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।তিনি আরোও বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত বট বাহিনী তথা জামায়াত-শিবিরসহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে প্রলুব্ধ করার এবং জাতীয় সংসদ নির্বাচনকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে।
অভি বলেন, তাদের এহেন কার্যকলাপ এর অংশ হিসেবেই আমরা দেখেছি ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ নেতার বিরুদ্ধে কীভাবে একটি বাচ্চা ছেলে উদ্ভট ও বেয়াদবি ভাষায় কথা বলছে। শুধু মির্জা আব্বাস নন, সারা দেশের বিভিন্ন আসনে আমাদের যে সব হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তাদের বিরুদ্ধেও পরিকল্পিতভাবে এ ধরনের বেয়াদব শ্রেণির লোকজনকে লেলিয়ে দেওয়া হচ্ছে আমাদের উস্কানি দিতে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
সবশেষে এই স্বেচ্ছাসেবক দল নেতা বলেন, ইনশাল্লাহ, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ধামরাইয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা আলহাজ্ব তমিজকে উদ্দিনকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করব।এই প্রচারণা ধামরাই যাত্রাবাড়ী মাঠ থেকে শুরু করে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে রথখোলা গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ওহিদুর রহমান বানি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।