
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় “সব কথা সবার কথা” এই স্লোগানকে ধারণ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেল এস-এর ঢাকার আশুলিয়া প্রতিনিধি মৃদুল ধর ভাবন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরী, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমণীর হোসেন নিরব, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ হান্নান চৌধুরী, দৈনিক দেশের কণ্ঠের সাভার (ঢাকা) প্রতিনিধি ও দৈনিক আজকের প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খোকন হাওলাদার, কাশিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের আশুলিয়া থানা কমিটির সভাপতি উজ্জ্বল ভূইয়া, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অশিষ চন্দ্র নাগ, সাধারণ সম্পাদক ও দৈনিক সময় শায়ান্ন-এর সম্পাদক পণ্ডিত শম্ভু চন্দ্র সরকার, বিশিষ্ট সমাজসেবক ডাঃ এমারত হোসেন ভূইয়া, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম মিয়া এবং ঢাকা-১৯ আসনে গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা চ্যানেল এস-এর বস্তুনিষ্ঠ ও গণমুখী সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও চ্যানেলটি “সব কথা সবার কথা” এই অঙ্গীকার নিয়ে মানুষের পক্ষে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।