
গৌরনদী প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন- আমারা জদি দেশকে একটা শৃঙলাযায়গায় নিয়ে জেতে না পারি, তা হলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে, এই নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে পারে এক মাত্র দেশ নায়ক তারেক রহমান।
দেশমাতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান ছাড়া আমাদের আর কোন ভবিষ্যৎ নাই। আমি নাগরিকদের বলবো যারা কোনদিন ধানের শীষে ভোট দেন নাই এমন নাগরিকদের অনুরোধ করবো আগামী নির্বাচন ধানের শীর্ষে ভোট দেয়ার জন্য।
আপনাদের ভোট যাতে কোন ভাবেই নষ্ট না হয়। দেশে নৈরাজ্য সৃষ্টি হলে বেশী ক্ষতিগ্রস্ত হবে অমুসলিম ভাইয়েরা। ধানের শীষ বিজয়ী হলে প্রতিহিংসামুক্ত সরকার কায়েম হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠিকে সাবলম্বী করা হবে জানিয়ে বিএনপি’র এই প্রার্থীবলেন-আমরা নারী ও কৃষি বান্ধব সরকার গঠনের পর শিক্ষিত বেকার তরুন-তরুনীদের কর্মসংস্থান প্রদানের উপযোগী গড়ে তুলতে চাই।
যাতে তারা কর্মজীবি হতে পারে। যারা প্রবাসে যেতে চায় তাদেরকে দক্ষ জনবলে রুপান্তরিত করে বিদেশে পাঠাবো। ভবিষ্যতের সরকার প্রতিহিংসা আর কান্নাকাটির সরকার হবেনা। ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার। যার নেতা হবেন দেশ নায়ক তারেক রহমান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।