
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় তিনটি অবৈধ ইট ভাটাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জরিমানা করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে জানা যায় , কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় ২৯/০২/২০২৪ইং (বৃহস্পতিবার ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবৈধ ইট ভাটায় গাজীপুর পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় এনবিএম, এসবি স্টার ও জেআরবি ইট ভাটাগুলোর চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে জেআরবি ইট ভাটা মালিককে ১৫০ হাজার, এসবি স্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন ভুঁইয়া, সহকারি পরিচালক মইনুল হক, সহকারি পরিচালক মমিন ভুঁইয়া,
পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, কালিয়াকৈর থানা ও জেলা পুলিশের সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।