
মোঃ রাজীব হোসেন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া,দৌলতপুর এ পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) মসলেম উদ্দিনের (বীর প্রতীক) ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার বাগোয়ান বাজারপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন আহতের ছেলে মোরশেদ আলী।
জানা গেছে, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার (৩ মার্চ) বিকাল ৫ টায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ মোঃ মসলেম উদ্দিন (বীর প্রতীক) (৮০) নিজ বাড়ি থেকে ডাংমড়কা জামে মসজিদে নামায পড়ার উদ্দেশ্যে পায়ে হেটে রওনা হলে ডাংমড়কা বাজারস্থ জনৈক লালু এর "স" মিলের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে অভিযুক্তরা লোহার রড ও ধারালো হাসুয়া নিয়ে গতিরোধ করে। এরপর নূরুল ইসলাম লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করতে গেলে মাথা সরানোর চেষ্টাকালে তার মুখের উপর আঘাত লেগে বাম পাশে উপর মাড়ির ২ টি দাঁত ভেঙ্গে গুরুতর জখম প্রাপ্ত হয়।
অভিযুক্ত মেহেদী হাসান ধারালো হাসুয়া দিয়ে খুন করার উদ্দেশ্যে কোপ দিয়ে বাম হাতের মধ্য ও শাহাদৎ আঙ্গুলের মাঝামাঝি কোপ লেগে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। আহতের চিৎকার শুনে হেলাল উদ্দিন (৩২), পিতা-বিল্লাল হোসেন, হামদু হোসেন (৩৫), পিতা-হাসেম আলী, আকাশ (২৭) সহ স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা স্থান ত্যাগ করে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।