
সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ ঢাকা-১৯ সাভার আসনের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ নাগরিকদের কথা সরাসরি শুনতে সাক্ষাতের সময় ঠিক করে বাড়ির প্রধান ফটকে লাগিয়েছেন সূচীপত্র।
সরজমিনে গিয়ে দেখা যায়, সোমবার ও শুক্রবার সপ্তাহে দুইদিন বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া জরুরি প্রয়োজনে তার মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা যাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত হচ্ছেন সাভারের হেভিওয়েট দুই প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করা সাইফুল ইসলাম।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যেমন নিজে সরাসরি যাচ্ছেন। তেমনি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের সঙ্গে মিশে তাদের সুবিধা অসু্বিধাও শুনছেন। সংসদ সদস্য সাইফুলের এসব কার্যক্রম নজর কেড়েছে সাধারণ মানুষের। সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।