
নবীগঞ্জ : আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে এই স্লোগানকে সামনে রেখে বিশাল এক বিক্ষোভ মিলিছ ও মানববন্ধন করা হয়েছে।
নবীগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিনের হত্যাকারীদের দ্রুত আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে নবীগঞ্জ সরকারি কলেজ থেকে মিছিল শুরু করে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শেরপুর রোডে এসে এক মানববন্ধনে সবাই মিলিত হন।
তাহসিনের সহপাঠী ও সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বুধবার (৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, তাহসিনের পরিবারের লোকজনসহ অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা নিহত তাহসিনের আসামীদের আগামী ৪৮ ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবী জানান। আগামী ৪৮ ঘন্টার বিতরে আসামীদের গ্রেফতার না করা হলে তারা তাদের আন্দোলন আরো জোরদার করবে।
উল্লেখ্য যে, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তাহসিন হত্যাকান্ডে মান্না’কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে নিহত তাহসিনের মা” মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। আসামীরা হলো, রিহাত, সাফি, রিমন, জাকির, লাদেন, সাজু, সাজ্জাত, রাতুল, জুয়েল ও মওদুদ। এতে অজ্ঞাত রাখা হয়েছে আরো ৪/৫ জনকে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।