
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ৫৫ পিস ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিতাস থানা সূত্রে জানা যায়,থানার এসআই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি কালীন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ২২.৩০ টায় উপজেলার সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দি এলাকার আরামবাগ কবরস্থানের সাথে হক মিয়া মেম্বারের বাড়ি সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মহিউদ্দিন প্রকাশ মহিন(২৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সে উপজেলার মধ্য আকালিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ মহিন উদ্দিন প্রকাশ মহিনকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।