
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল এই শ্লোগানকে সামনে রেখে কড়িকান্দি যুব সমাজের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। গতকাল ৮ মার্চ শুক্রবার বেলা ৩টায় কড়িকান্দি মধ্যপাড়া বালুর মাঠে লাল দল বনাম সবুজ দলের ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গাজী সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার ভূইয়া, হাসান ভূইয়া,নজু ভূইয়া, ঈব্রাহিম ভূইয়া,রাসেল গাজী ও বাবু মোল্লা প্রমূখ।
প্রীতি ম্যাচে লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে সবুজ দল। প্রধান অতিথির বক্তব্যে গাজী সোহেল রানা বলেন, সুস্থ, সুন্দর সবল জীবন গড়তে ‘খেলাধুলার’ বিকল্প নেই।‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে বিরত রাখতে । কড়িকান্দি যুব সমাজের উদ্যোগে লাল দল এবং নীল দলসহ প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করায় সকল খেলোয়াড় ও আয়োজকদের কৃতজ্ঞ চিত্তে শুভেচ্ছা ও অভিনন্দন । গ্রাম ,পাড়া মহল্লায় টুর্নামেন্টের আয়োজন করলে দক্ষ্য খেলোয়ার গড়ে তোলা সম্ভব বলেও তিনি বলেন।
খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। আমি সকল খেলোয়াড়দের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।