
কুমিল্লা : শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা ১১টার পর থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। কুমিল্লার যানজট, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে এসেছেন তারা। নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে নারী ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সানজিদা সুলতানা বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে এসেছি। যাতে তিনি নির্বাচিত হয়ে কুমিল্লার যানজট ও জলাবদ্ধতার সমস্যা নিরসনে কাজ করতে পারেন।
নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তাসলিমা বলেন, জীবনে প্রথম ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে।
উল্লেখ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা। তিনি বাস প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।