
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে উৎসব মুখর পরিবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ গত ৮ শুক্রবার বিকেলে ৩টায় গাজীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি,এস সুমন সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, তিতাস উপজেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শওকত আলী,সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম সোহেল সিকদার,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.সাইফুল আলম মুরাদ,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. রুবেল সরকার , সদস্য রাজীব মুন্সী।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যান,সাধারণ সম্পাদক মো.গিয়াসউদ্দিন,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহসভাপতি কবির সিকদার,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মেম্বার, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরণ, উপজেলা শ্রমিক লীগ নেতা মো. নূর নবী সরকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ দাউকান্দি -তিতাস) উপজেলার আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে তিতাস উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি পদে ডাক্তার এম এ সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মেহরাব হোসেন সবুজ শিকদারের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন সেটা আজ বাস্তয়িত। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে ঘোষণা দিয়েছেন সেটি সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ডাক্তার এম এ সাত্তার ও সাধারণ সম্পাদক মেহরাব হোসেন সবুজ শিকদার জানান যে, দলের ত্যাগী, পরীক্ষিত নেতাদের প্রাধান্য দিয়েই সবাইকে সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।