
মোঃ ইমরান পারভেজ, গলাচিপা প্রতিনিধি : বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ বাংলাদেশ অসংখ্য নদনদী রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগর এর কারণেই প্রতি বছরে ঘূর্ণিঝড়, বন্যা, শিলা বৃষ্টি, ক্ষরা, বজপাত সহ বিভিন্ন দুর্যোগ আঘাত হানে ফলে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এর প্রভাবটা সবচেয়ে বেশি অনুধাবন করা যায়।
এর ধারাবাহিকতায় মানুষ কে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সারাদেশে "জাতীয় দুর্যোগ প্রস্ততি" দিবস -২০২৪ পালিত হচ্ছে এই উপলক্ষে আজ ১০ ই মার্চ রোজ রবিবার "জাতীয় দুর্যোগ প্রস্তুতি" দিবস -২০২৪ উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল,বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকতা বৃন্দ সহ গলাচিপার সাধারণ মানুষ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন যে এপ্রিল, মে,জুন মাসে বাংলাদেশের জন্য ভয়াবহ সময় কারণ এই সময়ে ঘূর্ণিঝড় আঘাতের কারণে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এর প্রধান কারণ হলো অসচেতনতা, এর জন্য বক্তারা মনে করেন যে এই দুর্যোগ প্রস্তুতির এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং এতে করে ভবিষ্যতে জানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।