
মোঃ ইমরান পারভেজ, গলাচিপা প্রতিনিধিঃ আলহামদুলিল্লাহ গলাচিপায় সদর মসজিদে সামনে থেকে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।
আজ থেকে মুসলমানরা আল্লাহ তায়ালা সন্তষ্ট ও গুনাহ মাফের আশায় তারাবির নামাজ আদায় করবেন, গলাচিপায় রাত আটটায় প্রতিটি মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে ও আজ ফজরের সময় থেকে সেহরির মাধ্যম দিয়ে এই বছরের প্রথম রোজা শুরু করবেন মুসলমানরা আল্লাহ তায়ালা যেন সকল ব্যক্তি কে পবিত্র মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।