
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ৫১ পিস ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিতাস থানা সূত্রে জানা যায়,থানার এসআই মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গত ১১ মার্চ সোমবার রাত ১০ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর মাইকপাড়া এলাকা থেকে হতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাঈদ প্রকাশ আনোয়ার(২৪)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে দাউদকান্দি উপজেলার নৈয়াইর গ্রামের মোঃ ফারুকের ছেলে।
আটককৃত মাদক কারবারি সাঈদ প্রকাশ আনোয়ারের বর্তমান ঠিকানা তিতাস উপজেলার বাতাকন্দি (বাজার সংলগ্ন নানা মতিন সরকারের বাড়ি। তার বিরুদ্ধে ৪টি মাদক আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
বিধি মোতাবেক গ্রেপ্তারকৃত আসামি মোঃ সাঈদ প্রকাশ আনোয়ারকে আজ মঙ্গলবার বিজ্ঞ কোর্টে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।