
মোঃ আল আমিন(বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে জন্য উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং করেন।
এ সময় পণ্যের তালিকা না রাখায় ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ১৬ মার্চ শনিবার শোলক ইউনিয়নের ধামুরা বাজারের মোঃ ফিরোজ বেপারী (৩৮)কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারি ন্যায্য মূল্যের তালিকা প্রদর্শন সহ সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি জন্য সচেতনা মূলক সভা করেন। এ সময় স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনার কতৃক স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রমের পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন বলেন,পবিত্র মাহে রমজানকে পুজি করে কোন অসাধু ব্যবসায়ী বা ব্যাক্তি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে এবং পুরো রমজান মাসে বাজার মনিটরিং এর মাধ্যমে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।