
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদনে ঝরে ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের খুঁটি থেকে আসা সেচ মটরের লাইনের তার, আর সেই তার ছিঁড়ে পড়ে নদীতে
ষাঁড় গরু দুটি নদী থেকে সাঁতরিয়ে উঠার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় কৃষক হাফিজুলের ২ লক্ষ বিশ হাজার টাকার মূল্যের দুইটি গরু।
গত শনিবার ১৬ই মার্চ আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে হঠাৎ আচমকা এক ঝড় আসে। আর ঝড়ের কবলে পড়ে কৃষক হাফিজুলের দুটি ষাঁড় গরু নিহত হয়।
এলাকাবাসির সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়ে বৈদ্যুতিক সেচের পানির মোটরের লাইন ছিঁড়ে নদীতে পড়ে, এমন সময় কৃষক হাফিজুল ঝড়ের কবল থেকে গরু দুইটা রক্ষা করার জন্য বাড়ির উদ্দেশ্যে নদীর মাঝে সাঁতরায়ে দেয় ওপারে বাড়ির দিকে উঠার জন্য। ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার নদীর পানিতে পড়ে থাকায় সেই তারের সাথে লেগে বৈদ্যুৎপৃষ্ট হয়ে গরু দুইটি নিহত হয়।
রোজ শনিবার ১৬ই মার্চ এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের পিছনের নদীতে।
হতদরিদ্র কৃষক হাফিজুল মিয়া জানান ,হঠাৎ ঝড় আসে আমি তাড়াতাড়ি করে ষাঁড় গরু দুইটা নদীর মাঝে সাঁতরিয়ে দেই তাড়াতাড়ি বাড়ির দিকে উঠে চলে যায় জন্য । আমি জানতাম না যে, নদীর মাঝে কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে।
নদীতে পড়ে থাকা কারেন্টের তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমার গরু দুইটা মারা যায়।আমার দুইটা গরুর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে। একমাত্র আমার সম্বল ছিল ষাঁড় গরু দুইটা সামনে ঈদে বিক্রি করবো চিন্তা করেছিলাম। সেই সুযোগটা আর পাইলাম না এর আগেই আল্লাহ আমার গরু দুইটা নিয়ে গেল।
হঠাৎ আকস্মিক ঝড়ে পড়া বৈদ্যুতিক তারে লেগে কৃষক হাফিজুলের দুইটি গরু নিহত হয়। এবিষয়ে উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম ফিরোজ হোসেন জানায়, এ ধরনের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি এর পরেও বিষয়টি জেনে তদন্ত সাপেকে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।