
আব্দুল বাতেন লাবু, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর সমঅধিকার সম সুযোগ এগিয়ে নিতে হউক বিনিয়োগ’ শীর্ষক আয়োজনে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শতাধিক উদ্দমী নারী অংশ নেন।
সোমবার (১৮ মার্চ, ২০২৪) সকালে নাকাই ইউনিয়ন পরিষদ হলরুমে এএলআরডি,ঢাকা’র সহযোগিতায় এবং নিত্য বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ. ম সাজু, ফিন্যান্স অ্যান্ড ডকুমেন্টশন অফিসার আলমগীর মিয়া, নিত্য বিকাশ কেন্দ্রের নির্বাহী রোজী বেগম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (এনবিআর) বিউটি রানী সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, গ্রামাঞ্চলের উদ্দমী নারীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী ও স্বাবলম্বী করার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা। এ প্রকল্পের অধীনে গ্রামীণ নারীরা গ্রুপ ভিত্তিক সপ্তাহিক ও মাসিক প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র কুঠির শিল্পের নানা বিষয়ে পরাদর্শী আত্ম-কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত পর্যন্ত সহযোগিতার আশ্বাস্ত করা হয়। আগামী পাঁচ বছর এ প্রকল্পের আওতায় নারীদের অনলাইন আয়ের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।