
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন মাহবুবুল ইসলাম। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। ইউএনও মাহবুবুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামসহ কর্মচারীবৃন্দ।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, নবাগত ইউএনও মাহবুবুল ইসলাম এর আগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে (আরডিসি) কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এবারই প্রথম ইউএনও হিসাবে বাগমারায় যোগদান করলেন। তিনি টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে বাগমারায় ইউএনও’র দায়িত্ব পালন করেন উজ্জল হোসেন। বাগমারায় আসার মাত্র দুই মাসের ব্যবধানে তিনি হটাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলী হন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।