
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসীদের সাফল্য, সম্ভাবনা ও নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা হয়েছে।
বুধবার দুপুরে ইএসডিও নামে একটি বে সরকারি সংস্থার আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সভা হয়।
প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের পরিচালক সিরাজুস সালেকিন, সমন্বয়কারী রওশন আলী, ম্যানেজার অরুন চন্দ্র রায়, আদিবাসী নেতা শুভ হেমবরম, লুকাশ টুডু, সুধির চন্দ্র দাস, ললতি দাস, সাংবাদিক মামুনুর রশিদ, বাদল হোসেন, মুনসুর আলী, আবু তারেক বাঁধন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।