
সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ ঢাকার সাভারে অন্তঃকোন্দলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমজাদ হোসেন (৩৫) নামের অপর ছিনতাইকারী নিহত হয়েছেন।
শুক্রবার (২২শে মার্চ) রাত পৌনে ১২টার দিকে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, আমজাদ হোসেন সাভারের জয়পাড়া এলাকায় বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, এক ছিনতাইকারী অপর ছিনতাইকারী কর্তৃক ছুরিকাঘাতে নিহত হয়। তার শরীরে ও পেটের নিচের অংশে পাঁচ থেকে ছয়টি ধারালো ছুরির গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।
জানা যায়, রাতে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকায় নিজেদের অন্তকোন্দলে আমজাদ হোসেনকে অপর ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হয়ে তিনি সড়কের পাশে পড়ে থেকে বাঁচার আকুতি করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে থানা রোড়ের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ছিনতাইকারী কর্তৃক ছুরিকাঘাতে একই দলের অপর ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সাভার পৌর এলাকার সোবহানবাগ, ডগরমোড়া, শিমুলতলা, স্বরনিকাসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহতদের মধ্যে স্বরণিকায় খান ফার্মেসির মালিক জোবায়ের হোসেন, বিদেশ ফেরত সেলিম হোসেন, এক বিশ্ববিদ্যালয় ছাত্র ও কলেজ ছাত্রসহ অনেকে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।