
ঢাকা: রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-২ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আক্তার হোসেন ও সোহেল রানা জানান, জাহিদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তার বাবার নাম মোখলেসুর রহমান। টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো সে। গত এক মাস ধরে মিরপুরে ওই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করে আসছিল। বর্তমানে সেখানেই থাকতো।
তারা আরও জানান, বিকেল সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন ভবনের নিচ তলায় ফ্লোরে টাইলস লাগানোর কাজ করছিল জাহিদ। তবে জায়গাটি অন্ধকার ছিল। সেজন্য বৈদ্যুতিক বাতি জ্বালানোর চেষ্টা করছিল সে। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।