
মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে গাঁজা বিক্রি করতে এসে বাবুগঞ্জের রাজিব সরদার (৩৫) নামে এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ বিকাল পাঁচটার দিকে উজিরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ইঁচলাদী সেলিম হাওলাদারের পানের বরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদ পান উজিরপুর মডেল থানা পুলিশ।
সংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) জনাব মোঃ তৌহিদুজ্জামান সোহাগ এবং এস আই মোঃ রাকিবুল ইসলাম সহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে একটি বাজার করার প্লাষ্টিক ব্যাগে কঁচটেপ পেঁচানো ১ কেজি ২ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয় ।
রাজিব সরদার (৩৫) নামে এক মাদক কারবারি কে । সে পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের খালেক সরদারের পুত্র ।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) জনাব মোঃ তৌহিদুজ্জামান সোহাগ সাংবাদিকদের বলেন, গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে উজিরপুর মডেল থানার এসআই মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে আরো একাধিক মাদক মামলা রয়েছে।পুরো উজিরপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।