
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আঃ বাতেন মিয়ার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।শনিবার (৩০ মার্চ) উপজেলার মাছিমপুর উত্তরপাড়া হযরত আইনুদ্দিন শাহ (রহ) সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার এতিম ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সাংগঠনিক সম্পাদক মো. জেবেল সরকার মেম্বার,সাংবাদিক হালিম সৈকত, হাফেজ তরিকুল ইসলাম,কলাকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, ২নং আ.লীগের সভাপতি মো. মোতালেব হোসেন সরকার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক মাহমুদ, ইউনূছ শিকদার, ওনর আলী, সুমন মিয়া প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার সুপার মো. শেখ শরীফ।
এসময় আঃ বাতেন মিয়া বলেন, আমার স্ত্রীর আত্মার মাগফেরাত কামনা ও প্রবাসে আমার ছেলেদের সুস্বাস্থ্য কামনার উদ্দেশ্যেই আজকের এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।