
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিনামূল্যে গরিব ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফ'র চাউল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ভিজিএফ'র চাউল গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের ১১৬৮জন গরিব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ভিজিএফ'র চাউল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার।আরও উপস্থিত ছিলেন মজিদপুর ইউপি সচিব মো.আনোয়ার হোসেন,গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মজিদপুর ইউপি সদস্য মো. ফারুক মিয়া, মো. অহিদ মিয়া, মুকবুল মাহমুদ প্রধান, মো. হানিফ মিয়া, মো. ইয়াছিন মিয়া, মো. আজহারুল ভূইয়া, মো. কাজল মিয়া, মো. নাছির উদ্দিন, মো. শামীম খান, মোসামৎ নাছিমা আক্তার,মোসামৎ সেলিনা আক্তার শিপু,মোসামৎ ডলি আক্তার,গিয়াসউদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।