
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের সহযোগিতায় শাহপুর গ্রামের সকল মসজিদের ইমামদের ঈদ সন্মানী প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দরিদ্র কল্যাণ সংস্থা(ডিকেএস)'র আয়োজনে গত শুক্রবার বিকেলে শাহপুর শান্তির বাজার মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার।ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবংদরিদ্র কল্যাণ সংস্থা(ডিকেএস)'র পরিচালক মো.শামসুল হুদা'র পরিচালকয় এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল মালেক মোল্লা,মো.হানিফ মিয়া,কাজল মিয়াপারভেজ হোসেন, গিয়াস উদ্দিনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।