
আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ ঈদুল ফিতরও পহেলা বৈশাখ, উপলক্ষে সাপ্তাহিক ছুটি থাকায় আগামী টানা ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। এসময় আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটিতে বাংলাদেশ-ভারতের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল সি এন্ডএফ এজেন্ট এজেন্সী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী মঙ্গলবার (৯ই এপ্রিল) বিকেল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি। কাস্টম ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী গন নিজ নিজ জেলার গ্রামের বাড়িতে ঈদ করতে রওনা দেবেন। তারপর ঈদের তিনদিন আগে পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখায় কোনো পণ্য খালাস হবে না।
ভারতও বাংলাদেশের সিএন্ডএফ এজেন্ট ও স্হল বন্দর সূত্রে জানান,আগামী (১০ই এপ্রিল) বুধবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। এরপর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ মোট পাঁচ দিন বেনাপোলস্হল বন্দর বন্ধ থাকবে। সোমবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় বেনাপলস্হল বন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রম সচল হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান বিশ্বাস জানায়, ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এই সময়ে একটু বেশি ভিড় হয়ে থাকে। সেই কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটতেপারে সেই জন্য বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।