
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার জুড়ী উন্নয়ন পরিষদের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সন্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ রমজান শহরের ফুড ল্যাব রেস্টুরেন্টে মঙ্গলবার (৯ এপ্রিল) জুড়ী উন্নয়ন পরিষদের সভাপতি হাজী আব্দুল হাই হেলালের সভাপতিত্বে ও আল ফালাহ ইসলামিক একাডেমী প্রধান শিক্ষক আজিম উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ১৫ এপ্রিল জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেরিনিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজ আহমদ কিবরিয়া, আল ফালাহ ইসলামিক একাডেমী গোয়ালবাড়ি শাখা প্রধান শিক্ষক লোকমান
হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।