
আরমান হোসাইন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে সাহিত্য চর্চার বিকাশ ঘটিয়ে সুনাম অর্জন করা, সাহিত্য সংগঠন পানকৌড়ি সাহিত্য অঙ্গন প্রাচীন বন্দর নগরী চিলমারী বাংলাদেশ পর্ষদ ৩ বছর মেয়াদী ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রহ্মপুত্র নদের মাঝে ভাসমান একটি দীপ বালুচরে ঈদ আড্ডার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়, এতে আগের ন্যায় নাজমুল হুদা পারভেজ সভাপতি,মঞ্জুরুল আহসান সরদার সাধারণ সম্পাদক, তবে নতুন লুকে মামুনুর রশীদ মামুন সহ-সভাপতি,আরমান হোসাইন অনিক সহ-সাধারণ সম্পাদক, নুর আমিন সরকার কোষাধ্যক্ষ, আসাদুজ্জামান রিয়াদ সাংগঠনিক সম্পাদক, মানহা মেহেজাবিন সহ-সাংগঠিনিক সম্পাদক, দেবাশীষ কুমার দীপ্ত প্রচার সম্পাদক, এস এম লিমন সহ- প্রচার সম্পাদক,শাহরিয়ার পারভেজ সিয়াম দপ্তর সম্পাদক, রবিউল ইসলাম রাফি সাহিত্য বিষয়ক সম্পাদক, তাসনিয়া তাবাচ্ছুম ফাতেমা সহ- সাহিত্য বিষয়ক সম্পাদক, কার্য-নির্বাহী সদস্য -খাইরুন্নেসা সুফিয়া, নুর - আসমা, সাইয়্যাদা সুলতানা শেফা, নিলীমা আক্তার নিলা, তানভীর উল ইসলাম, ওমর ফারুক, এস এম সালেহী, সোহেল রানা, বিপুল মিয়া আরিফ ও রাসেল মিয়া সহ ২৫ সদস্যদের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।