
মোঃ মেহেদী হাসান, বরিশাল :
বরিশাল গৌরনদী উপজেলা নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ মৃধা সরকারি বিধি মোতাবেক ছুটি না নিয়ে কানাডায় ভ্রমন রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় সরকার পরিষদের ইউপি সদস্য মোঃ শহিদুল খানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায় জনপ্রতনিধিদের দেশের বাইরে বহির্গমন করতে হলে তাকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমতি নেওয়া বাধ্যতামূলক। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। অথচ এই নির্দেশনা অমান্য করে গত ২০ মার্চ বাংলাদেশ থেকে কানাডা যান ইউপি চেয়াম্যান হাফিজ মৃধা এ সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। আমি নচলচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একজন মেম্বার ও প্যানেল চেয়ারম্যান পদে দায়িত্বরত আছি। চেয়াম্যান দায়িত্বের অবহেলা করে যাচ্ছেন।
অনিয়ম করে পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। হঠাৎ দেশ ত্যাগ করে কানাডায় যাওয়ার ফলে ইউনিয়নের জনসাধরণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এলকার বিভিন্ন লোকজন ইউপি পরিষদের জন্মনিবন্ধন ও চেয়ারম্যান সনদ নিতে এসে তাকে না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। ভুল থাকিলে সংশোধন করার সুযোগ আছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।