স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ের পবা উপজেলার দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতরা হলেন, দামকুড়া থানার নতুন কশবা গ্রামের আসিফ ইকবাল, সূত্রাবন গ্রামের সুইট ও লালমনিরহাট জেলার সদর থানার বড়বাড়ী গ্রামের হামিদুল ইসলাম তাজুল। তাদের মধ্যে হামিদুল ও সুইট ঘটনাস্থলেই মারা যান। আসিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে গোদাগাড়ী থেকে আসা দুই মোটর সাইকেলের সাথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া এক মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল তিনটি সড়কে পড়ে যায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুইট ও হামিদুল। আর আসিফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর দামকুড়া থানার ওসি মইনুল বাশার জানান, নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকটিকে আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।