
বরিশাল জেলা প্রতিনিধি, মোঃ মেহেদী হাসান :
বরিশালের গৌরনদী উপজেলার বহুল আলোচিত চার মামলার পলাতক আসামী দীনবন্ধু বিশ্বাসকে রোববার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
গ্রেপ্তারকৃত দীনবন্ধু গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের ভঙ্গুরাম বিশ্বাসের ছেলে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌকস এএসআই আসাদুল ইসলাম ও আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ২০১৯ সালের চেক ডিজঅনার সহ চার মামলার পলাতক আসামী দীনবন্ধু বিশ্বাসকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।