
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে কুমিল্লার তিতাসে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গত
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী চেয়ারম্যান বাড়ী মাঠে ওই নামাজ অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আগত শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজের ইমামতি করেন মাওলানা নাছির আহমেদ। পরে তিনি আরবিতে খুতবা পাঠ করেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা নামাজে অংশ নেন। এসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।নামাজ আদায় শেষে মাওলানা নাছির আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এ জন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন। তিনি আরও বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন।
বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।