
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুরের খন্দকার বাড়ি 'শান্তির নীড়ে' উত্তর জেলা বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গত শনিবার বিকেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে জনমত গঠনের লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ অ্যাডভোকেট মো.সেলিম ভুইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল হাসেম,সৈয়দ তৌফিক আহমেদ মীর ,মো.আতিকুল আলম শাওন,মো.মহিউদ্দিন,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,হোমনা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আজিজ,মোজাম্মেল হক মুকুল,তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া,যুগ্ম-আহবায়ক মোসামৎ রুবি ইসলাম,মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন,কুমিল্লা উত্তর জেলা যুব দলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন,সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ভিপি শাহিন,কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহবায়ক মো.মজিবুর রহমান,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল এমরান,মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম,জাসাসের আহবায়ক মো.কামাল পারভেজ ডালিম,তিতাস উপজেলা যুব দলের আহবায়ক মো.মজিবুর রহমান সরকার,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,কৃষক দলের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বার,সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুল করিম মহারাজ,শ্রমিক দলের আহবায়ক সাইফুল ইসলাম আখন্দ,সদস্য সচিব মফিজুল ইসলাম বশির,জাসাসের আহবায়ক মো.সামির হোসেন ভূইয়া,সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন,ছাত্র দলের আহবায়ক মো.ফাহিম সরকার ও সদস্য সচিব আল আমিন হক বাবুসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলাবিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।