
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় তৃষ্ণার্তদের মধ্যে পানি বিতরণ করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও আসন্ন তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সারওয়ার হোসেন বাবু'র উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলার কড়িকান্দি বাজার, গাউছিয়া মার্কেট, গাজীপুর ও বাতাকান্দি বাজারসহ বিভিন্ন স্থানে তৃষ্ণার্তদের মধ্যে যেমন গাড়ীচালক, শ্রমজীবী মানুষসহ পথচারীদের মধ্যে প্রায় দের হাজার খাবার পানির বোতল বিতরণ করা হয়।
এসময় সারওয়ার হোসেন বাবু বলেন, দেশের তীব্র তাপদাহে সর্বসাধারণ মানুষের জনজীবন কষ্টকর তাই কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের পক্ষ থেকে পথের তৃষ্ণার্তদের মধ্যে ঠান্ডা পানির বোতল বিতরণ কর্মসূচী শুরু করেছি। যতদিন এই তাপদাহ থাকবে ততোদিন কুমিল্লা উত্তর জেলার প্রতিটি উপজেলায় পানির বোতল বিতরণ অব্যাহত থাকবে।
তার পক্ষে পানি বিতরণে অংশ গ্রহণ করেন উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শাওন মাষ্টার, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, আলামিন, উপজেলা ছাত্রলীগের সদস্য, মো.ইমন, মেহেদী হাসান শুভ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।