
মোঃ ইমরান পারভেজ, গলাচিপা প্রতিনিধি : আজ শক্রবার (৩ মে) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বুয়ালিয়া গ্রামের মৃধা বাড়ির একই পরিবারের চার জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পরিবার সূত্রে জানা যায় সিলেটে মাজার জিয়ারত করে বাড়ি ফেরার পথে গত বুধবারে দিবা গত রাতে সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জে প্রাইভেট কার ও ট্রাকের মুখামুখি সংঘর্ষ নিহত হন।
নিহততের আজ সকাল এগারো ঘটিকায় তার নিজ বাড়িতে জানাজা ও দাপন কাজ সম্পন্ন করা হয়েছে।একই পরিবারের চার জন নিহত হওয়া পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।