1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় চাতরী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তিতাসে বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারী থানার ওসি আশরাফুল ইসলামের বিদায়: সহকর্মীদের সংবর্ধনায় আবেগমাখা দৃশ্য ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস: নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বরিশালে ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান পণ্ড বিজয় দিবসের প্রস্তুতি উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীনের হাতে গেলো ধানের শীষ জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়….এম. জহির উদ্দিন স্বপন আশুলিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরের হবিবপুর শাহপুর গ্রামের ভূমি সংক্রান্ত বিষয় অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রবাসী পরিবারের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন একটি মহল। অপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ৪নং ওয়ার্ডের হবিবপুর শাহপুর গ্রামের মৃত হাজী আব্দুল মন্নান এর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জব্বার,মোঃ আব্দুর নূর, মোঃ আব্দুস শহিদ ও তাদের পরিবার।

প্রবাসীগন বলেন আমরা গ্রামের শান্তি প্রিয় লন্ডন প্রবাসী পরিবার। সর্ব অবস্থায় গ্রামের গন্যমান্য ও মুরব্বিদের সিদ্ধান্ত মানিয়া আসিতেছি। একটি মহল ভূমি সংক্রান্ত মিমাংসিত একটি বিষয়কে নিয়ে অপপ্রচারের মাধ্যমে আমাদের পরিবারকে সমাজে হেও প্রতিপন্ন করে মানসম্মান ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। জগন্নাথপুর পৌর এলাকার শাহপুর মৌজায় বিভিন্ন দাগে আমরা ক্রয়সূত্রে মালিক ও দখলকার থাকিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। হঠাৎ করে আমার পাশ্ববর্তী ভূমির মালিক সাদিকুল গং আমার মালিকানা ভূমিতে তাদের পাপ্য অংশ রয়েছে বলে দাবী করলে ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সাবেক কাউন্সিলর সাচ্চা মিয়া, সালিশী ব্যাক্তি মাহমদ আলী, সমাজ সেবক কবির মিয়া, সমাজ সেবক সাজন মিয়া, সমাজ সেবক এনামুল হক, সমাজ সেবক শামীনুর,আব্দুল হামিদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগনের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়। এর পর থেকে আমরা উভয় পক্ষ মানিয়া নিয়ে ভোগদখল করিয়া আসিতেছি।

আব্দুল জব্বার জানান, সম্প্রতি আব্দুর রহমান টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের মধ্যামে বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করে যাচ্ছে। অভিযোগে আব্দুর রহমান উল্লেখ করেন, তার পৈতৃক মালিকানা সম্পত্তি হতে সে বঞ্চিত। আমরা তার সম্পত্তি ভোগ করিতেছি এমনকি হত্যা ও বিভিন্ন ক্ষতি সাধনের হুমকী দিচ্ছি যা সম্পূর্ণ মিথ্যা। এই দিকে ২৮ এপ্রিল দুপুরে টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের প্রতিনিধি দল হবিবপুর শাহপুর আসা ও অভিযোগের বিষয় গ্রামবাসীকে অবগত করার জন্য ময়না মিয়ার পরিবারের পক্ষ থেকে ৪ মে (শনিবার) সকালে নিজ বাড়িতে এক বৈঠকের আয়োজন করেন। বৈঠকে প্রবীন মুরব্বি আমরু মিয়া, সাবেক কমিশনার সাচ্চা মিয়া, সালিশী ব্যাক্তি ও সমাজ সেবক জাহাঙ্গীর আলী,ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সালিশী ব্যাক্তি সাজিদুর রহমান, আব্দুল হান্নান,সাজন মিয়া, আলী নূর, কবির উদ্দিন, সামছুল হক,আব্দুল হামিদ,শামীনুর রহমান, সেলিম আহমদ, এনামুল হক, জামাল মিয়া,সুজন মিয়াসহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

এ সময় ময়না মিয়ার পরিবারের পক্ষ থেকে সার্বিক বিষয় এলাকাবাসীকে অবগত করা হয়। দীর্ঘ আলোচনায় উপস্থিত সালিশী ব্যাক্তিগন বলেন, হবিবপুর একটি শান্তিপূর্ন গ্রাম। গ্রামের সকল জনগন আমরা মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। এরই মধ্যে কোন ধরনের অঘটন ঘটলে আমরা গ্রামবাসী এর সঠিক সমাধান দিয়ে আসছি। হঠাৎ করে ভূমি সংক্রান্ত বিষয়ে টিম পজেটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের প্রতিনিধি দল আমাদের গ্রামে আসায় আমাদের গ্রামের দীর্ঘদিনের সুনাম বিনষ্ট হয়েছে। গ্রামের সুনাম রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ।

ভবিষৎতে টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের প্রতিনিধি দলসহ যে কোন সংস্থা আমাদের গ্রামে আসার পূর্বে আমাদের গ্রামের মুরব্বিসহ পঞ্চায়েতকে অবগত করবেন আমরা এমনটা আশা করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD